চিঠি ( জলন্ত নীল ডায়েরি কাব্যগ্রন্থের কবিতা )
![]()
নিস্তব্ধতার লাল নিশান
আমার বুকের-ই রক্ত ক্ষরণ
চিঠির প্রতিটি পাতায় জীবন্ত চোখে।
বাতাস চল আমার সাথে
তেপান্তরের ব্যস্ততা লুট করে।
দুঃখ ও কে হাসে ?
টিকিট দে তাঁর কাছে ?
ও যে আসছে ফিরে।
কে ও ? তাঁর চোখে যে আশীবিষ ভরা।
চিঠি নিয়ে আয় কবিতা
লেখ তাঁর নাম কাঁটা দিয়ে
আমার বুকের ঝরা রক্তে।
কলম তুই রাগ করিস কেনো
তুই লেখ তবু জীবনের জয়গান।
ঝর পাতা আরো ঝর
তাতিয়ে ঝরে যা এখানে
আমার নীল ডায়েরির পাতায়।
চিঠি তুই ফিরে তাকাস না
সবে আসা ফাগুনের দিকে।
সময় চল সময় চল
সমুদ্রের ঢেউয়ের কাছে
পাবি চিঠি গভীর জলে –
চিঠি নিয়ে আয় আমার কাছে।
চিঠি তুই যা ঘুড়ির কাছে
পাহাড়ের বুক থেকে ছিনিয়ে আনতে বল
এই পৃথিবীর রক্ত – রেণু – সফলতা।
চিঠি তুই যা পাখির মুখে
জাগরণের বার্তা পৌঁছে দে মানুষের কাছে ;
মেঘ তুই ঝরে পড় বৃষ্টি হয়ে
কানায় কানায় স্বপ্ন পুণ্য কর নদীর জলে।
আমি নিতে চাইনা কিছু
চিঠি তোর যা আছে দিয়ে দে সবাই কে।
চিঠি তোর চোখে জল কেনো ?
কেঁদে কি হবে বল আমার কাছে !
আমার যা ছিলো তা তো গেছে হারিয়ে
শুধু আছে একটি নীল ডায়েরি
আর আছে বিরহের একটিমাত্র কলম
যা নিয়ে আয় এগুলো আমার কাছে ,
চিঠি তুই জমা থাক
নীল ডায়েরির পাতায় কাছে।
আমি ডাকলে চোখ মেলিস
আমার চোখে চোখ রেখে
তোদের’কে নিয়ে বেঁচে আছি
এই জীবনের চলার পথে।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)