চিতার আগুন
248 total views
চিতার লাল আগুনেতে
পুরেছে কত মৃতদেহ
দেখতে দেখতে নির্বিশেষে
হয়েছে ছাই ধীরে ধীরে।
চিতার লাল আগুনেতে
জ্বলছে আগুন প্রতিক্ষণে
থামছে না কোনোদিন
বিধাতার বিশ্ব ভুবনে’তে।
হারানোর ব্যাথার কান্না নিয়ে
অশ্রু ঝরে চোখের কোণে,
কেউ কোনোদিন ভাবেনিতো
চলে যাবো এমন করে।
সুন্দর এই পৃথিবী ছেড়ে
আমরা সবাই যাবো চলে
চিতার লাল আগুনেতে
জ্বলবো আমরা সেই দিনে।
কে কার আপন জন
থাকবে না কেউ আপন হয়ে
সবাই একদিন বিদায় নেবো
বিশ্বমাতার ভুবন থেকে।।
০২/০৫/২০২০
Subscribe
Login
0 Comments