চোখ – অর্ঘ্যদীপ চক্রবর্তী
চোখের দেখা না দেখলে কি মনের আশ মেটে?
চোখের কাছে না চোখ আনলে কি মনের গভীরে যাওয়া যাবে?
দুচোখ জলে না ভরলে কি মন হালকা হয়?
চোখের ভিতরও যে চোখ আছে-
চার চোখের ভালোবাসা না হলে বোঝা যায়?
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৩জুন,২০২৩,সকাল ১০টা, বারুইপুর
Subscribe
Login
0 Comments
Oldest