ছড়া- কোবরেজ মশাই
232 total views
ছড়া- কোবরেজ মশাই
হাকিকুর রহমান
টোটকা টুটকি করেই খান
কোবরেজ মশাই,
নানান রকম চিকিৎসাতে
উনার জুড়ি নাই।
চিংড়ি মাছে নেই আসক্তি
অম্বলের দোষ আছে,
শর্করা সব এড়িয়ে চলেন
চাপ হয় যে পাছে।
শাকান্ন ছাড়া তিনি
অন্য কিছুই খান না,
ঘি-মাংস, রাবড়ি পেলেও
মোটেই কভু চান না।
অভ্যেস আছে নিরামিষে
এতেই তিনি তৃপ্ত,
খাওয়া-দাওয়ায় নয়কো পটু
বাড়ন্ত খায় ভৃত্য।
চলা ফেরায় বড়ই সামাল
তাতে আবার রাতকানা,
নিদেন পক্ষে হাটে গেলেই
আহ্লাদেতে আটখানা!
Subscribe
Login
0 Comments