ছড়া- মামদো ভূত
396 total views
ছড়া- মামদো ভূত
হাকিকুর রহমান
শ্যাওড়া গাছের মামদো ভূত
চাপলো এসে ঘাড়ে,
আষ্টেপিষ্টে চেপে ধরে
প্রাণটা বোধহয় কাড়ে।
বলে ব্যাটা, সাঁঝ বেলাতে
গেছিস্ গাছের নিচে,
মুন্ডুটাকে উল্টোদিকে
দেবো এবার খিচে।
আশে পাশে নেইতো যে কেউ
ডাকবো কারে ভাই,
এমন ভূতের কবজি থেকে
বাঁচার উপায় নাই।
চিল্লাবোযে জোরে শোরে
মুখ চেপেছে ধরে,
প্রাণ বায়ুটা উধাও হবে
আছি একোন ঘোরে।
তাইতো বলি সাঁঝ বেলাতে
হোথায় যেওনাকো,
অনেক সাঁধের প্রাণটা তোমার
মিছেই খুয়োনাকো।
Subscribe
Login
0 Comments