[জল ও যুদ্ধ]
ছিলো না যুদ্ধ সেদিন, সব ঠিকঠাক;
শান্ত পৃথিবীতে শুনেছি হাঁসের ডাক।
অনাহারে ছিলো না কেউ, ঝরেনি প্রাণ;
আকাশে উড়েনি কোন বোমারু বিমান!
উড়েছি আমি, তোমার আবৃত অম্বরে;
সুনিপুণ সাজে করেছি আঘাত ভোরে!
দিয়েছিলে অধিকার, সাহস চূড়ান্ত;
তোমাকে আহার করে আমি বড্ড ক্লান্ত।
অতঃপর তোমার উষ্ণতা, রঙ ধুয়ে;
বিমানের বুকে, বোমার বালিশে শুয়ে;
চলে গেলাম যুদ্ধে! অপ্রিয় অভিযানে।
আজও যত্ন করে সাজো, জলের ঘ্রাণে।
ভবঘুরে আমি, সংসার তাড়িত বন্য;
তোমার শৌখিন সাজ অন্য কারো জন্য।
#বিঃদ্রঃ প্রেমহীন যুদ্ধই যোদ্ধার প্রকৃত জীবন। সংসারের মায়ায়, নারীর ছায়ায় তারা বড্ড বেমানান। তবু্ও টান থেকে যায়!
©মইফুল আলম
০১/০৮/২০২১ ইং
সোনাইমুড়ী, নোয়াখালী।।