জানতে চেয়েছি
১
জানতে চেয়েছি আজও বহুবার-
কীভাবে জাহাজ ভাসে সাগর জলে
প্রদীপ জ্বেলে তেলের গুণে
জল শুকায় মরুর তলে
চাঁদ লুকায় মেঘের কোণে
পাতা পড়ে গাছের নীচে
স্বপ্ন হারায় গভীর ছলে
গাছ নড়ে বাতাসের ভরে
মন হারায় গানের সুরে
স্বপ্ন ভরায় রঙিন রঙে
আকাশ রাঙায় ভোরের সূর্য্যে
পথ বয় বনের ধারে
কাজ হারায় মনের তালে …!
২
জানতে চেয়েছি আজও বহুবার-
কীভাবে আগুন লাগে
বারুদের স্তূপে।
মানুষ মরে কিসের দোষে?
বিমান চলে কিসের গুণে
রকেট ওড়ে কিসের বলে
নদী হারায় সাগরের জলে
কবি হারায় কবিতার ছন্দে
শীত আসে কুয়াশা ধরে
রাত হারায় ঝিঁঝিপোকার ছন্দে
কলম চলে হাতের বলে
ছন্দ হারায় মনের ঢেউএ
ফসল ফলে চাষির শ্রমে….!
৩
জেনে গেছি আমি সবই-
পৃথিবী বয়ে চলে আজও
জানতে চেয়েছি আমি আজও
পেয়ে গেছি সমস্ত খোঁজ
এই আমার কবিতার
পাতায়……।।