জানিনা, বুঝিনা !
অনেক কথা কিছুই বুঝিনা,
বুঝিনা কি করে
সন্ধ্যেপার ফুটপাতে লাল লাল দোপাটি ফুলেরা
বাসি কুঁচোফুল হয় –সস্তা, সব ছেঁড়া ছেঁড়া !
ওদের ফোটাতে সূর্যের কোনো শ্রম ছিল কিনা !
অনেক কিছু মোটেই দেখিনা
দেখিনা কেন যে
রাস্তার ধাবার ওই কুকুর এবং অন্য ছানারা
ঘেয়ো গায়ে, রুটির টুকরো খোঁজে, দাঁত-নখে তুমুল ঝগড়া,
জানিনা, ওদের জন্ম দিতে মায়েদের ব্যাথা উঠেছিল কিনা —
মধ্যবিত্ত শান্ত কবি,
জানি সবই, তবু
কিছুই দেখিনা আমি – বিশ্বাস করো –
কিছুই বুঝিনা –!
Subscribe
Login
0 Comments
Oldest