জীবনে বসন্ত
বছর শেষে এলো বসন্ত;
এইতো বুঝি ঋতুর অন্ত।
বহিছে বাতাস দিক-দিগন্ত;
তবুও চিত্ত কেন যে শান্ত।।
শাখায় শাখায় কোকিল ডাকে;
পাখিরা উরে ঝাঁকে ঝাঁকে।
দিগ্বিদিগে আনন্দের সুর;
হৃদয়ে লাগিলো মেঘের ঘোর।
ধূম্র সন্ধ্যায় সুগন্ধি হওয়া;
চারিদিকেই মলিন আভাওয়া।
বছরে বসন্ত আসিল কি হয়;
জীবনে বসন্ত নহিলে নয়।।
Subscribe
Login
0 Comments
Oldest