জীবনে বসন্ত

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

বছর শেষে এলো বসন্ত;

এইতো বুঝি ঋতুর অন্ত।

বহিছে বাতাস দিক-দিগন্ত;

তবুও চিত্ত কেন যে শান্ত।।

 

শাখায় শাখায় কোকিল ডাকে;

পাখিরা উরে ঝাঁকে ঝাঁকে।

দিগ্বিদিগে আনন্দের সুর;

হৃদয়ে লাগিলো মেঘের ঘোর।

 

ধূম্র সন্ধ্যায় সুগন্ধি হওয়া;

চারিদিকেই মলিন আভাওয়া।

বছরে বসন্ত আসিল কি হয়;

জীবনে বসন্ত নহিলে নয়।।

 

0

Publication author

0
আমি একজন ছাত্র।পড়াশোনার পাশাপাশি ছোট খাটো কবিতা লিখি।আর সর্ব সমক্ষে আমার অনুভূতি প্রকাশের চেষ্টা করি আমার লিখনীর দ্বারা।
Comments: 0Publics: 1Registration: 19-05-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে