ডাকচিঠি-১৩
ফুল আর ফুলের পাথর
চিঠি থেকে চিঠির বাতাবরণ
জীবনে লিখে দেয় ইতিহাসের নিয়ম।
তুমি স্বপ্ন আঁকো চোখের পাতায়
আমি স্বপ্ন দেখি হৃদয়ের খাতায়
সেই স্বপ্ন সমাজের চোখে
জমে যায় বরফের মতন।
অতীত ডাকবাক্স অতীত চিঠি
ছেঁড়া পাতা নীল খাম
জাগবে নক্ষত্র মৃত প্রহর
ছায়াঘেরা রাতের কাছে।
রঙিন খাম লাল কালি
প্রেমের চিঠি মুঠোয় নিয়ে
ঠিকানা লিখে যায় মেঘের কোণে।
অর্ধচন্দ্র আলো দেয়
বদ্ধ ঘরের জানালার কপাটে
সেই আলো নীল ডায়েরিতে
রয়ে যায় স্মৃতি হয়ে।
হেমন্তের শিশিরের কণা
জমে থাকে ঘাসের ডগায়
মনের ক্ষেতে চাষের ফসলে
বনানীর ছায়াঘেরা পথ ;
রয়ে যায় আশাপূরণের
কাল্পনিক মিউজিয়ামের ভিতরে।।
Subscribe
Login
0 Comments
Oldest