ডাকচিঠি-২৬
রুদ্র নীল রঙের ক্ষমতা জিনভেদ্য
আঁশের মতো গণনাযুক্ত গন্ধ চোখের অতল সাগরের ডুব দিতে পারি। রুপলেখ্য আলেখ্য কবিতার কারাগারে বন্দী থাকে দেবদাস।
বহু বিনিদ্র রজনী পূরুষের হৃদয়ে জন্ম হয়ে
নারিজাতির সৌভাগ্য রচিত বুকের পাঁজর এসরাজ নিয়মে বাঁধা
রূপসী বাংলা- বনানী ঘেরা সবুজ প্রান্তর পেরিয়ে
হলুদ বসন্তের ছোঁয়া লাগে হৃদয়ে।
ধ্বংসপ্রাপ্ত যুদ্ধের মানচিত্র বিপ্লবীর পোশাকে জীবিত হয় সু-চিক্কণ কেশের জীবাশ্মের বয়স জুড়ে।
একটি শহর আরেকটি শহরের পথে শূন্যতা
মানুষ নেই কোথাও নখতার বাঁদী ফাঁদ
উনার গাউন টেনে নামিয়ে সন্ধ্যা প্রদীপের আলো জোনাকিদের বাতিঘর সূত্রের নিয়মে বাঁধা।
বহুকাল পরে জানবে রাত্রির মায়ার কাহিনী
শুকিয়ে যাওয়া গোলাপ গাছের আত্মজীবনী স্বর্ণ-রেণুর মতো আত্মত্যাগ বীরত্ব সাহসিকতা নিয়ে চলে যাওয়া হৃদপিন্ডের কিরিকেট দূর।।