ডাকচিঠি-৩৯
আ-সমুদ্র হিমালয় পেরিয়ে এসেছি আমি
অজানা পৃথিবীর মানচিত্রে পথিকের বসবাসের মতো।
অজস্র জন্ম ধরে আমি পথ খুঁজেছি দুটি চোখের গহ্বর ধরে
রাখতে চেয়েছি অজানা ভাবনা হৃদয়ের গভীর থেকে গভীরে।
অজানা শত্রুর বিপরীতে বন্ধুত্ব গড়েছি ভালোবাসার মানচিত্র পেতে।
ঠিক ভুলের মানদন্ডের মাঝে দাঁড়িয়ে আছি
হঠাৎ যদি মেঠো মাটির সোঁদা গন্ধে হৃদয় ভরে যায় অভাবের শূন্যস্থানে।
দুপুরের পোড়া আগুন নিয়ন্ত্রণ আনে হলুদ বসন্তের দাবানল।
খড়ের ঘরে রাত কাটিয়ে নিজেকে চিনেছি
ফুলের মতো সুন্দর জীবন।
এখানে নিঝুম দ্বীপ থেকে শুরু হচ্ছে গণিতের সূত্র
জ্যামিতির সরলরেখা টেনে
বুকের রক্তে ট্রাপিজিয়ামের অঙ্কন
তুমি নীল রঙের খামের ভিতরে।।