ডাকচিঠি-৪৪
শুকনো পাতা ঝরার মতো তুমি
রয়ে গেছো অদূর দূর পথে
চোখে আবিরের পরিচয়ে।
মিছে গল্পে শিরোনামে তুমি
নায়কের নেই কোনো চালচুলো ;-
বসন্তের হলুদ পালকে কৃষ্ণচূড়ার রঙ মিলে
হৃদয়ের মাঝে সাগর বন্যার প্রলয় আনে
স্বপ্ন সুন্দর হয়ে ভাসে।
নেই আর কোনো ভাবনা তোমাকেই নিয়ে
স্টেশনের পাতের দুটো পাশাপাশি লাইন
দূরে থাকায় ভালো, কাছের আসলেই দুর্ঘটনার সূএপাত
জ্যোৎস্না রাতের কাহিনী।
আমাদের চলার পথ নিলাম
নীল পথ হতে ঝাউ বনে বনে
পাখিদের হৃদয় ভেঙে গেছে
অজানা কোনো এক ঝড় এসে!!
Subscribe
Login
0 Comments
Oldest