তুমি যদি ভাসতে
ভ্রমরের গুঞ্জন,
চুপচুপ, শোনো ঐ,
ফুলে, ফুলে মধু খেতে,
আর কোনও দেরী নেই।
কত ভাবি, যত দেখি,
ভিতরে ও বাইরে।
নবপ্রেম জোয়ারে,
তুমি যদি ভাসতে।
Subscribe
Login
0 Comments
Oldest