দর্জিবাড়ির ক্রীতদাসী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

এরা
সুখ চায়
নিত্য দুঃখের মাঝে
দুঃখ এদের ছাড়ে না,
কষ্ট জমে জমে পাষাণ বাঁধে;
ভদ্রলোকের এতে কিচ্ছু যায় আসে না!

এরা
মর্যাদা চায়
নিত্য অমর্যাদার মাঝে
অমর্যাদা এদের ছাড়ে না,
নিরাশা জমে জমে পাহাড় হয়;
সরকারের এতে কিচ্ছু যায় আসে না!

এরা
প্রেম চায়
নিত্য ঘৃণার মাঝে
ঘৃণা এদের ছাড়ে না,
গালি জমে জমে নরক হয়;
মালিকের এতে কিচ্ছু যায় আসে না!

এরা
বাঁচতে চায়
নিত্য মৃত্যুর মাঝে
মৃত্যু এদের ছাড়ে না,
লাশ জমে জমে বধ্যভূমি হয়;
স্রষ্টারও এতে কিচ্ছু যায় আসে না!

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে