দস্যু ছেলের কথা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

যতই বলুক মোটের পরে দস্যু ছেলে আমি
ভিতর গাঁয়ের রূপকথা যে শুধুই আমি জানি
নিশীথ শেষের আঁধার মাঝে যেতাম যদি থামি
জানতেম তবে কেমনে, সে যে অতুল দামি ।

নানা রঙের পথটি বেঁয়ে সেথা যবে যাই
পথ পাশের আশমানী ফুল লয় আমায় টানি
বর্ষ মাঝে বর্ষ শেষে সেথা আদরটুকু একই
যেথা স্নেহভরে বুকে টেনে একে অপরকে বলে ভাই ।

সে যে সবুজ ঘেরা গাঁ, ফুলে ফলে ভরা অশেষ
শ্যামল সষ্য, সোনালী ধানক্ষেত, দামি ও মাণি
গোরা ক্ষেত হতে বাড়ি ফেরে, অক্লান্ত অক্লেশ
দিবাকর নিশাকর তলে এ গাঁ যে সুন্দর বেশ ।

0

Publication author

0
কবি পীযূষ বিশ্বাস একজন ভারতীয় কবি। তিনি একজন শিক্ষক। তিনি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কবিতা রচনা করেছেন। 12 জুলাই, 1988 সালে তিনি নদিয়ার শ্রীরামপুরে জন্মগ্রহন করেন। তাঁর প্রকাশিত দুটি বই হল 'সবিনয়' ও 'Some Suitable Words'।
Comments: 0Publics: 5Registration: 08-04-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।