দেখা হবে
দেখা হবে
— নয়নমণি সাহা
অন্ধকারে এসেছিলে আলোর শিখা নিয়ে,
হেঁটেছিলাম তখন আমি অচেনা পথ দিয়ে।
হারিয়ে গেল রাজপথটা গলির গোলকধাঁধায়,
অনেক হল বাঁধা-ছাঁদা, অনেক হল আদায়।
ভরল কত হাঁড়ি-পাতিল, ভরল কত ঝাঁকা–
বাইরে দেখি ভরা মুঠি, ভিতরে বেবাক ফাঁকা।
তোমার যদি দুয়ার বন্ধ, বন্ধ যদি তালা,
পরিয়ে দেব কাকে আমি আমার গলার মালা?
সকল বাধা সরিয়ে যদি আবার এলে তবে–
জানি আমি তোমার সাথে ঠিকই দেখা হবে।
Subscribe
Login
0 Comments
Oldest