দেখিয়ে দেয়া পথ
দেখিয়ে দেয়া পথ
আহমেত কামাল
এ গন্তব্যে কোন মন্তব্য রেখ না।
যদি পারো শীতলতা রেখে যাও,,,
সুগন্ধার।
চৌকাঠ ভেজা মন আমার!
এমন বিবর্জিত জীবন টেনে টেনে আমিও কী লিখতে পারি বেলা শেষের গান।
ক্রন্দন নয়। সামান্য কথা রেখে যাচ্ছি,,,
কখনও যদি সাহস জাগে
ওকে একটু দেখিয়ে দিও আগামীর অগ্রহায়ণ
রঞ্জন নয়নে।
Subscribe
Login
0 Comments
Oldest