নবমীর সন্ধ্যা

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আজ কেন জানি না সময় এলো
বৃষ্টিতে ভেজা নবমীর সন্ধ্যায়
এমনিতেই লেখকের সময় কেটে যায়
লেখার খাতায়,মন্ডপ ও প্রতিমা দেখার
সৌভাগ্য হয়ে ওঠে না কখনো;
তবুও বৃষ্টিতে ভেজা পথ
আমাকে টেনে নিয়ে গেলো
মাজদিয়ার বৃষ্টি ভেজা পথে,
আমার ফোনের ক্যামেরায় প্রথম বন্দী
বড় মাঠের সুন্দর মন্ডপ ও প্রতিমা।
হাতে সময় থাকলেও যেতে ইচ্ছে করে না
আজ বৃষ্টি আসলো বলেই মনে টানলো
একবার বৃষ্টি ভেজা খারাপ পথে যেতে,
কেননা বৃষ্টি আমার জীবনের সাথে
ওতপ্রোতভাবে জড়িত,
কারণ মন কে ভরিয়ে তুলতে
একটি মাত্র বৃষ্টিই যথেষ্ট;
তারপর বৃষ্টি ভেজা পথে
একটি মাত্র প্রতিমা দেখলেই
সমস্ত প্রতিমা চলে আসে
আমার কল্পনার জগতে;
যদিও লেখক সবার কথা মেনে চলে।।

১৪/১০/২০২১

0

Publication author

0
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 409Registration: 15-04-2021
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।