নাছোড়বান্দী
কী অসহ্য বেদনা দিয়েছিলে
অপমানে জ্বলে গ্যাছে হৃদয়ের চোখ।
তবে এ রমণী সহজে ছাড়ে না
চেপে গ্যাছে কী ভীষণ রোখ!
ভালো আমি বাসবই এমন কী যদি
তার জন্য যেতে হয়ও নরক।
এত অসহনীয়তার পরেও ভুলিনি
প্রেম থেকে ঝরে গ্যাছে শোক।
ভেতরে এক কণা মৌ হয়নি তিক্ত,
আজও
গভীরেনিবিড়ে ভালোবাসি,
নই তো স্তাবক।
যদি বা জলে ভরে যায় সমস্ত চোখ
তোমাকে দেখার জন্য দৃষ্টি’র পুনর্জন্ম হোক।
Subscribe
Login
0 Comments
Oldest