নারী কি?
নারী কি ফুল? না কি আয়না? না কি রত্ন?
হয় তেমনি একটু মৌন দৃষ্টির চোখ,
যেমনই ফুল আয়না টাকে যত্নে রাখুন
সবকিছুতে সচ্ছ সুন্দর আরও ঝকঝক।
নারী হলো সংসারের এক প্রধানমন্ত্রী
নারী হলো পুরুষের সেই অর্ধাঙ্গিনী,
পুরুষ আগে? নাকি নারী? এই মূরখোতা
বিচ্ছেদে কেউ পূর্ণ হতে আর পারেনি।
কন্যা জন্মায় পরের বাড়ির অঙ্গ হয়ে
তাই বলে না হতে হবে কাজের বুয়া,
সেটাই যদি নিজের বাড়ি পর ভাবো কেন?
পর ভাবলে জীবন হবে শিশির খুয়া।
নারী তুমি দরজা খুলে বাইরে দ্যাখো
নিজের পায়ে দাঁড়িয়ে যাও দায়িত্ব নাও
তোমারও আজ হাল ধরতে উঠছে প্রভাত
দুজন মিলে জীবন তরী এগাতে বাও।
Subscribe
Login
0 Comments
Oldest