নীরজ (সোনার ছেলে) – অসীম চক্রবর্ত্তী
![]()
চিত্ত তব নির্ভয়, উচ্চ তব শির
উচ্চ করেছো শির দেশের, তুমি ধন্য বীর।
ভরিয়ে গর্বে রয়ে সর্বে রইলে প্রাঞ্জলে
নিশান উড়িল বিশ্ব দেখিল ভারত প্রোজ্জ্বলে।
নিরন্ত কালোয় হয়ে আশাহত শত কোটি এতদিনে
তুমি মুকুন্দ, তব গর্জনে ফিরালে সুদিনে
বিশ্ব ক্রীড়াতে বর্শা ছোড়াতে ছুড়িলে সোনার দান
বাজিল ধ্বনিতে জাতীয় গীতিতে বাড়িল দেশের মান।
চিত্ত তব নির্বিশঙ্ক, উচ্চ তব বিনয়
উৎসর্গিত কিংবদন্তিরে করেই বিশ্ব বিজয়
উচ্চ তোমার নিষ্ণাত, উচ্চ তোমার স্থির
বিশ্ব ক্রীড়াতে উড়াও ধ্বজা আবার চাইছি বীর।
তোমার কীর্তি তোমার ঋদ্ধি – রবে অক্ষয়ে বক্ষে
নির্দ্বিধ যোদ্ধা লহ হে শ্রদ্ধা – রহিও অটুট লক্ষে।।
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)