নীলাকাশ, তাই চিনল তোমায়
মিশে আছে কত, তোমার মাধুরী,
ঐ সবুজের বনে,
যৌবনা ঝরনা, ঝরে পড়ে খালি,
তোমাকে ধোঁয়াবে বলে।
ওত, ওত তোতা, গান গেয়ে যায়,
তোমার কাছে’তে বসে,
রূপ রেখে যায়, ভোরের আলোয়,
তোমায় সাজাবে বলে।
এত, এত রং পেয়েছে যে ফুল,
তোমায় মাখাবে কবে?
ভালোবেসে, তাই প্রজাপতি দল,
উড়ে, উড়ে এসে বসে।
কুসুম রাঙা, আলোয় জোড়া,
কালো হরিণীর চোখ,
হস্তীর যেন পায়ে, পায়ে চলা,
তোমার যে কত ঢং।
সবুজ গাছে, মিশে আছো যেন,
দুবাহু উপরে তুলে,
নীলাকাশ, তাই চিনল তোমায়,
ডাকল যে কাছে তবে।
Subscribe
Login
0 Comments
Oldest