নীলাম্বরী
নীলাম্বরী
হাকিকুর রহমান
ওহে নীলাম্বরী পরিধেয়া,
হাঁটিছো তো ঘন বরষায়-
ফুটিছে কাননে কদম-কেয়া।
এসোহে সজল ঘন বাঁদল দিনে,
চিত্তে মম বাজিলো কি সুর-
নিতে পারিবো কি তাহারে চিনে।
সঘন মেঘেরা খেলিছে গগন চুমি,
পলকিয়া চাহি তাহাদের পানে-
নীচে দখিনা বাতাসে দুলিছে কাননভূমি।
চলিতেছো কোথা গুঁজে কুঞ্জলতা খোঁপার চুলে,
হেথা উদাস মনে রহিলাম বসি-
উছলি উঠে জলধারা বহতা নদীকুলে।
Subscribe
Login
0 Comments
Oldest