নীল ডায়েরির কবিতা-২৮
তাঁর কথা ছিল না আমার কারুণ্য
রুখতে চেয়েছিলাম স্থিরময় গতিকে
বিভীষিকার কারসাজি সাজিয়ে
বিবেচিত হয়েছিল বিবর্ণতা।
খুবই বিপজ্জনক ভাবে বাঁচলাম
হয়তো বুঝি না বাঁচলেই ভালো হতো
কেননা আধিক্য ছিল না আমার
সমুচিত হৃদয়ের অগ্রসরে।
জীর্ণ দেওয়ালে ধাক্কা খেয়ে
আচমকা আঘাত পেলাম,
ঐকান্তিক ওড়নার রোদে
স্বাদ জাগে বিষন্ন মনে।
Subscribe
Login
0 Comments
Oldest