নীল ডায়েরির কবিতা -৩১
258 total views
আজ যদি মনে পড়ে
মন বাড়িয়ে মনের মতো করে
বৃথা শহরের স্মৃতির দেওয়ালে
হৃদয়ের মানচিত্র উড়িয়ে
তবে জেনে রেখো পৃথিবী
মানুষের ভিড়ে পথ খুঁজে
সন্ধ্যা নামিয়েছিল ‘সে’ ই।
এই শহর আঘাত দিলে
নামবো না আর অশ্রু ঝরিয়ে
সবে মাত্র উড়ে দাঁড়িয়েছি
ফিরে চলে যাবো এখনি ;
তফাৎ কে মান্যতা দিয়ে
উদাসীন মনে জলতরঙ্গ জাগিয়ে
চলে যাবো বহুদূর বর্ণ-বিবর্ণ রাতের তারা জ্বেলে।
Subscribe
Login
0 Comments