নীল ডায়েরির কবিতা-৪
পুড়ছে হৃদয় পুড়ুক না
জ্বলছে আগুন জ্বলুক না
নিভবে যখন আকাশ বাতি
বলবে সবাই ব্যস্ত আছি।
সে বলছে কথা বলুক না
ঝরছে তারা ঝরুক না
জ্বলছে হৃদয় জ্বলুক না
ব্যথা পাবো না আর কিছু।
যদি চলে যেতে চাই সে যাক না
আটকাবোনা কখনোই তারে
ঝরে যাবে একদিন নীরবে সে
খসে পড়া পাখির পালকের মতো করে।
Subscribe
Login
0 Comments
Oldest