নীল বেদনার প্রহর
১.
কখনো যদি তুমি শোনো আমার মৃত্যুর খবর,
দু চোখের দু ফোটা অশ্রু ফেলে দেখতে এসো আমার কবর।
জানি কিছুক্ষণের জন্যে হলেও থমকে যাবে তোমার শহর!
কিন্তু আমিও তো তুমিহীনা কাটিয়েছি বিষন্ন কয়েকটা বছর।
২.
সন্ধেবেলার কাকগুলোও উড়ে যাচ্ছে নিজ গন্তব্যে
আলো ডুবে গিয়ে আধার নেমে এসেছে পৃথিবীতে
কিন্তু এই বিষন্ন আলো-আঁধারেও তুমি আসোনি ফিরে
এই শূণ্য শহরে আর কত গুনবো প্রতীক্ষার প্রহর
ফিরে এসো তুমি,হাহাকার যে আমার বুকের ভিতর।
Subscribe
Login
0 Comments
Oldest