নৈসর্গিক
228 total views
‘নিসর্গ’,
আমার সামনে,
‘পাহাড়’,
বিছিয়ে বসে আছে।
আমি এখানে থাকতে পারি,
এক জীবন!
এত লুকোচুরি,
রঙ ছবি, মিলন একাকার।
দৃশ্যেরা,
উঁকি দিয়ে যায় আমায়,
ক্রমশঃ,
ছড়িয়ে পড়ছে চারপাশ।
এত
কুহক দৃশ্যের ভিড়ে সম্ভব,
কখনও,
হারিয়ে যেতে পারি হয়ত!
নতুন করে
এই স্থানে, জেগে উঠলাম
‘নিসর্গ’-এ,
আস্তে, আস্তে হয়ে উঠছি নৈসর্গিক!
Subscribe
Login
0 Comments