প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

ইচ্ছে আমার পণ্ডিত হবো
কিন্তু হতে পারছি না,
সমস্যা এসে ধরছে ঠেসে
তবু আশা ছাড়ছি না ।
রাত জেগে পড়বো বলে
ঘুমায় সাড়ে ছটায়,
সকাল সকাল উঠবো ভাবি,
কিন্তু উঠছি সাড়ে নটায় ।
পরে পড়া করবো ভেবে
রাখছি পড়া ফেলে,
কিন্তু পরে পড়ার সময়
আর না মোর মেলে ।
এইভাবে বছরটা মোর
হেলায় গেলো ভেসে
বাৎসরিক পরীক্ষাটা
আসলো অবশেষে ।
পরীক্ষার প্রশ্ন দেখে
চোখে সরষের ফুলের সারি,
ভাবি কিছু না লিখে
চলে যাব বাড়ি ।
কিন্তু মনে ইচ্ছা জাগে
করতে হবে পাশ,
নাই বা আমি পারলাম হতে
সকলের মধ্যে ফার্স্ট ।
পরীক্ষা শেষে করি শপথ
এবার ঠিক পড়বোই
নাম্বার যাইহোক না কেন
পণ্ডিত আমি হবোই ।।

0

Publication author

0
পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শিবনিবাস গ্রামে থাকি ।
বর্তমানে নবদ্বীপ বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে কর্মরত ।
Comments: 2Publics: 7Registration: 17-06-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।