পদ্মবিনোদ
![]()
রাত্রি নেমে আসে নিষিদ্ধ গল্পে
ঢুলু ঢুলু চোখে স্বপ্ন কল্পলোকে,
প্রেয়শী পরমা এসে ধরা দিল,
কাজল লুপ্ত শুষ্ক অধর কম্পিত অবাধ্য দেহে।
বিনোদ এসেছে,দেহ বিনোদনে
সম্মুখে উচ্ছ্বসিত যৌবন কুসুম
মন অবিচল কষ্টিপাথরে গড়া,
স্নেহ ,শুধু তার একটাই প্রার্থনা।
ও জিহ্বা তে “মাগী” ডাক নেই
-কত প্রলোভন,কত রসের বাক্য
তবু স্পর্শ করেনি ,ছিনিয়ে নেয়নি ,কাঁচা মাংস ;
ওকে “বাবু” বলি কি করে।
সুরাপাত্র পরেই থাকে সোনার থালায়,
কেবলই আমায় দুচোখে দেখে আর কাঁদে,
অপমান করি -আমি যে দেহের ব্যাপারি,
টলাতে পারিনি একটি দিনও ।
রাত ভোর হয়, বায়না গদিতে একমুঠো টাকা পরে থাকে;
বার হলেই এক প্রশ্ন ,আবার ওই পাগল টা এসেছিল?
আমার বুকে শেল বাজে,
এই দেহ -বেসাতির নগর পঙ্কে ওই তো আমার পূজার পদ্ম,
আমার জন্মান্তরের দেবতা,
আমার মন প্রাণ যারে দেখিবার চাহে শিব সুন্দর রূপে।
ও আমার “পদ্মবিনোদ”।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)