পদ্ম সরোবরের উপকথা – অসীম চক্রবর্ত্তী
এক শান্ত সরোবরে বেশ কয়েকটি নীল পদ্ম ফুঁটে উঠলো
প্রতিবিম্বিত পদ্মিনীর মুগ্ধ করা সৌন্দর্য্য, ঐ সরোবরের অনুভূতির গভীরে স্পর্শ করলো
সরোবরের পোক্ত চারপাশের বাঁধন ও গভীর স্বচ্ছ জল
দেখে পুলকিত ও তৃপ্ত হল প্রতিটি নীলোৎপল।
সেদিন হঠাৎ সারারাত প্রচন্ড বৃষ্টি শুরু হল
বৃষ্টির জলে সরোবর ডুবে গেল
সরোবরের জীবনে কোনদিন এতো বৃষ্টি হয়নি
সরোবরকে এতটা বিচলিত আগে কখনো দেখায়নি।
সারারাত বৃষ্টি ভেজা চোখে সরোবর দেখতে পেল
এক এক করে প্রতিটি শতদল ভেসে গেল
নতুন জল নতুন উন্মাদনায় নতুন আবেগে
যৌবনের মোহময়ী হয়ে বিরাগে
শুধু থাকলো রয়ে একটি নীলোৎপল
সরোবরের বক্ষে ফুঁটে উজ্জল হয়ে উচ্ছল।
অবাক সরোবর বললো তুমি! গেলে না?
লজ্জিত পদ্মিনী বললো তোমার বাঁধানো চারপাশের আশ্বাস
তোমার স্বচ্ছতা ও গভীরতায় আছে আমার অগাত বিশ্বাস।
বৃষ্টি ভেজা সরোবরের গভীরে হলো প্রচন্ড জলোচ্ছাস
সরোবর ছাড়লো গভীর দীর্ঘনিঃশ্বাস …