পরছায়া
পরছায়া
হাকিকুর রহমান
কতো হাসিলাম, কতো কাঁদিলাম
কতো অবলোকন করিলাম, নব নব দৃশ্য-
কতো রাখিলাম, কতো ঢাঁকিলাম
কতো অবদমিত করিলাম, ঘটমান অস্পৃশ্য।
দেহাভ্যন্তরে যে ব্যাধি, তাহা তো
প্রশমিত হইবে বদ্যে আর পথ্যে-
হৃদয়াভ্যন্তরে যে মরণব্যাধি বাসা বাঁধিয়াছে,
তাহা প্রশমনের তরে
ঘুরি ফিরি সদা নেপথ্যে।
ঘূর্ণায়মান এক বৃহদাকার চড়কগাছে
উপবিষ্ট হইয়া হেরিতেছি, পৃথ্বীকে
কখনও বা অতিক্ষুদ্রাকায় কিছু-
আবার ভূমির কাছাকাছি অবতরণে
দৃশ্যমান হইতেছে সকলই,
ছাড়িতেছে না তো আর পিছু।
তবে কি সবই অলীক, সবই কি মায়া
রহিবে কি অগোচরে, মোর প্রাণহীন কায়া-
কহিতে না পারি, সহিতে না পারি
দোদুল্যমানতায় ভাসিলাম, এই আলো আঁধারীতে,
ছায়ার পিছনে ভর করিলো কতো পরছায়া।