পরবশ
পরবশ
আহমেত কামাল
দেহ ছেড়ে পালিয়েছে মন
ও – হয়তো পাখি হতে চাইছে দূর গ্রহের
একটা পৃথিবী
অথচ
কেউ স্বাধীন নয়,খাবার টেবিল কিংবা পার্কে, বর্ডারে
বর্ডার অতিক্রম ক’রে উড়ে আসা পাখিগুলো দেখলে’ই
বোঝা যায়
মানুষই একমাত্র প্রাণী যার কোন স্বাধীনতা নেই
নদীর মতো লম্বা এক শিকলে বাঁধা
সবার ঘুম
প্রেম কিংবা কবিতার শব্দেরাও
Subscribe
Login
0 Comments