পাঁচিল টপকাতে হ’বে
পাঁচিলটা খুব উঁচু।
আমি যে দিকে দাঁড়িয়ে সে দিকটায় আলো
পড়ে না।
ও দিক থেকে দুনিয়ার আলো আমাকে ডাকছে,
আমার অস্তিত্বকে সেই আলোয় ধুয়ে নিতে হবে।
যে ভাবেই হোক ও দিকে যেতে হবে।
সেই কবে থেকে
আমাকে পিতামহ, বাবা, কাকা আর দাদাদের
স্যাঁতস্যাঁতে ছায়ায় থাকতে হয়।
দু’টো ভাত আর চারটে কাপড়ের জন্য
আর সহ্য হয় না
এই অন্ধকূপ।
পিতৃতন্ত্র পেরিয়ে ও দিকে যেতে শত অসুবিধা হলেও আমি ভয় পাব না,
হাজার হাজার বছরের সংশয় পেছনে রেখে
নিন্দামন্দ কানে না তুলে
মুক্তির কাছে যাব ।
আমি আলোর মধ্যে নিজেই নিজেকে প্রসব করতে চাই,
পিতৃতন্ত্রের নির্মম পাঁচিল টপকে ওই দিকে যাব ;
আশাপূর্ণা দেবী, একটু হাত ধরবেন?
Subscribe
Login
0 Comments
Oldest