পারি না আমি!

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

হাসতে পারি না আজো পলাশের মতো
দখিনা সমীরে শাখে আড়াআড়ি দুলে,
পারি না কলমি ফুল গুঁজতে সোহাগে
ষোড়শী মেঘের ঘন কোঁকড়ানো অগোছালো চুলে।

দূর্বাঘাস ডাক দিলে লাজে রাঙা প্রাতে
শানিত মস্তকে রেখে হাস্যোজ্জ্বল শিশিরের কণা,
ভীষণ ব্যাকুলে দেখি আশাহত চোখে
ক্যামনে ডাহুক দানে অবশেষে বেনোজলে লোনা।

পথের দু’পাশে জাগা শিশুগাছ যতো
তৃষ্ণার্ত বৈকাল চষে সদ্ভাবের সাক্ষী হয় যদি,
আহত ক্ষেতের ঠিক ওপারেই মিলে
খুঁজছে ধবল বক অতি চুপিসারে
আছে কি না থেমে গেছে ভেবে সেই টগবগে নদী।

পারি না দেখতে আমি পায়রার নীড়ে
দুষ্টুমীর স্বরে গড়া শালিকের বাঁকা আবেদন,
পারি না দেখতে আমি টলটলে জলে
টাকির সদরে ক’টা খলশের বৃথা আস্ফালন।

0

Publication author

2
কবির জন্ম ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট, নওগাঁ জেলাধীন আত্রাই থানার অন্তর্গত কয়েড়া গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে। পিতা মরহুম বয়েন উদ্দিন প্রাং ও মাতা মরহুমা লুৎফুন নেছা। কবি বর্তমানে একই থানার অধিনস্থ পাঁচুপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন।
Comments: 7Publics: 57Registration: 30-08-2022
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।