পূর্ণিমা রাত
230 total views
দ্যাখো তো একটু খেয়ালের আঁচলটা সরিয়ে
হৃদয়ের গহীন থেকে উতরাচ্ছে কি কোন স্মৃতি?
এমনকি এক পূর্ণিমা রাতে যুগলবন্দী হ’য়ে ছিলাম
ঝুপড়ির চালের ছিদ্র দিয়ে চাঁদের সোনালী কিরণ –
তোমার মুখে পড়ে পুরো ঝুপড়িতে হ’য়ে ছিলো বিকিরণ।
সব দ্বন্দ্বের রশি টেনে, অভিমানের সিঁড়ি ভেঙে –
ফিরে এসো এই রূপোলী রাতে, সমুদ্রের তীরে
যেখানে প্রথম তোমাতে আমি, আমাতে তুমি হারিয়েছিলে।
০৭/০৬/২০২২ সৌদি আরব
Subscribe
Login
0 Comments