প্রকৃতি
গায়ের বুকে বিজন মাঠ
ডিঙ্গি নাওয়ে বাঁধা ঘাট
ফটিক জলে আপন কায়ায়
ঠাঁয় দাঁড়িয়ে তালগাছ।
দূর আকাশের মলিন নীলে
আছড়ে পড়ে গোধূলি
থমকে যাওয়া উদাস হাওয়ায়
নীরব নিথর বুনো ধুলি।
হলুদ বরণ কনক ধানে
মনের মুকুর বাউল গানে
মত্ত চাষা স্বপ্ন বুনে ক্ষেতে;
মাঠের ফসল তুলবে ঘরে
দুরন্ত সেই স্বপ্নচারী দেখে
কিশোর বেলায় ফিরে গেছে।
Subscribe
Login
0 Comments
Oldest