প্রতিবাদ, প্রতিরোধ হোক

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

প্রতিবাদ, প্রতিরোধ হোক
– নির্মল চক্রবর্তী
শামুক খোলস ছেড়ে পথে নেমে এসো,
সামনে দীর্ঘ পথ পারি দিতে হবে |
হাতে-হাত, কাঁধে-কাঁধ, দৃপ্ত পদভারে –
সামনে এগিয়ে চলো, হে তরুণ|
তোমার দৃপ্ত পায়ে, একহয়ে হেঁটে যাক –
বাংলার আপামর জনতার সারি |
কতিপয় শ্বাপদের রক্তচোখে ভয় পেয়ে
নিভে গেছে যার চোখে সব উত্তাপ |
তোমার পায়ের শব্দে জেগে যাক –
শহরের মৃত সব লোক |
প্রতিবাদ, প্রতিরোধ হোক |
যে শিশু ধর্ষিতা হলো কালরাতে পড়শীর হাতে –
তার প্রতিবাদে তুমি পথে নেমে এসো |
যে নারী ধর্ষিতা হলো চলন্ত বাসে-
তার প্রতিবাদে তুমি পথে নেমে এসো |
যে পিতার বুক ছিঁড়ে আত্মজা লাশ হয়ে ফিরে এলো-
তার প্রতিবাদে তুমি পথে ইন্মে এসো |
যে মায়ের আহাজারি, বুকফাটা কান্নায় নাড়ায় বিবেক –
বুকে তাঁর জ্বেলে দাও লেলিহান আগুনের শিখা |
দোহাই তোমার –
শামুক খোলস ছেড়ে, হে তরুণ, পথে নেমে এসো |
প্রতিবাদ, প্রতিরোধ হোক |
তোমার দৃপ্ত পায়ে তাল রেখে, হেঁটে যাক শহরের লোক|
তোমার বলিষ্ঠ হাতে-হাত রেখে মিছিলেও ঝরুক শপথ |
তোমার বলিষ্ঠ কণ্ঠে, কণ্ঠ রেখে প্রতিবাদে উত্তাল হোক –
জেগে যাক শহরের ঘুমন্ত মানুষ |
প্রতিবাদ, প্রতিরোধ হোক |
আহাজারি আর নয়, নয় আর শোকের মাতম |
সিডনি ১৫/১০/২০২০

0

Publication author

offline 4 years

Nirmal

0
I am Nirmal Chakraborty from Bangladesh currently living in Australia. I love writing writing poetry, drama.
Comments: 0Publics: 3Registration: 15-10-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।