প্রতিবাদ
![]()
ভাঙা মূর্তি পূজিছে পুরোহিত
মানবতারই হিতে,
হিংস্র তুমি ভেঙছো যতো
ভ্রাতৃ বন্ধনের ফিতে;
নিজেকে করো প্রশ্ন তুমি আজ
কেমন গড়েছো সমাজ?
প্রতিবেশী তরে প্রতিবেশী ডরে
তোমার ধর্মে কি তা কয়?
উল্লাসে যারা মত্ত বিবেকে
কি সুজলাং পৃথিবী গড়বে?
ভাইয়ের হাতে মরছে দেখেও
সুশীল সমাজ কি আজও চুপ রইবে?
এগিয়ে এসো সকলে আজ
মৌলবাদের শিকড় ছিঁড়তে,
তবেই তোমারা থাকতে পারবে
ভাইয়ে-ভাইয়ে তবু ভিন্ন ধর্মে।
আমার আকাশ তোমার আকাশ
সবুজ ধানের ক্ষেত,
তোমাতে আমাতে বিভেদ কোথায়?
যখন একই লাল রক্তে নেই বিভেদ!
ধর্ম যে সব মানুষেরই সৃষ্টি
ধর্ম নিয়ে জন্মায়নি কেহ,
প্রয়োজনের তাগিদে সম্পর্ক রাখিতে
নিয়েছি বেছে যে যার ধর্ম ।
অধর্ম করে কাকে খুশি করবে?
যখন জানোই না আসল ধর্ম;
সকলের তরে সকলে আমরা
মানবতাই হোক ধর্ম-কর্ম ।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)