প্রতীক্ষা
জানি এখনো জেগে আছো এই তপ্ত রাতে
একরাশ চুল বিছিয়ে নির্লিপ্ত মনে
তন্দ্রাহারা দুটি চক্ষু মুদিয়া_
মিথ্যে ঘুমের ভান করে প্রিয়া
ঝড়ায়েছ আঁখি জল অতি গোপনে
কবিতা শোনাতে আসিনি বলে।
চাঁদের রূপালি আলো ঢুকেছে ঘরে
দীর্ঘ রেখা ফেলিছে শুভ্র বিছানার ‘পরে ।
তারই আধো আলো পড়েছে ঐ মুখে
কতই না প্রতীক্ষা ঐ অশ্রুস্নাত চোখে।
যখন শীতল হাওয়া যায় তোমায় ছেয়ে
ভালোবাসার উষ্ণ রক্ত যায় তোমার মেরুদণ্ড বেঁয়ে
তারই পরে আসে কোনো বনফুলের চাঁপা ঘ্রাণ
তবু আমিহীন অতৃপ্ত তোমার উৎকণ্ঠিত প্রাণ!
বেদনার সুর শোনা যায় কোনো দূর মেঘে
সরব প্রকৃতির কিশলয় আর তুমিই আছো জেগে
আর কত কাটাবে তুমি অতন্দ্র প্রহর
আমায় ভেবে কত রাত হয়ে যাবে ভোর।
আর কত রাতে থাকবে তুমি কবিতার বই খুলে;
দখিনা বাতায়নের ফাঁকে নিজেকে ভূলে?