প্রেমাস্পদ
প্রেমাস্পদ
কত দিন কত পথে খুঁজছি আমি তোমায়
হয়তো পুরুষ আর প্রকৃতি সৃষ্টির আদিকাল থেকে।
কারুর ঋজু আকারে,কারুর সরল হাসিতে,
কারুর বুকের রক্ত চলকে দেওয়া চাহনিতে,
কারুর উন্মত্ত দখল প্রবনতায়,
কারুর লাজুক চোখের অতল গহ্বরে,
কারুর হৃদ্য বন্ধুতায়,
কারুর নিখুঁত ঠোঁটের অব্যক্ত আহ্বানে,
কারুর দীর্ঘ নেশা ধরানো গড়নে
নেই কোথাও নেই তুমি!
এরা সবাই শুধু চায় বাইরের রূপসী তনয়াকে
কিন্তু উঁকি দিলে এক মুহূর্তেই তল ঠেকে যে চোখে!
এরা সবাই তোমার এক এক বিন্দু!
কেউ বেশি কেউ বা একটু কম।
সামান্য পুকুর টাও যদি হতো কেউ!
আমি কি এদের কাউকে ভালোবেসেছি কখনো?
কোনো কোনো দুর্বল মুহূর্তে হয়তো চেয়েছি
কারুর উন্মাদনা,কারুর বুক দুরদুরে অনুভূতির স্পর্শ,
কারুর নিরাপত্তা, কারুর স্বপ্নমাখা কল্পনার জাল,
কারুর পুরুষকার, কারুর শিশুসুলভ নির্মলতা!
হয়তো সবার কিছু কিছু নিয়ে তোমায় খুঁজেছি
সবার যোগফলকে সাথে পাওয়ার স্বপ্ন দেখে এসেছি সারাজীবন ধরে!
হ্যাঁ! বেনামী সেই পুরুষকেই আমি একমাত্র ভালোবেসেছি!