প্রয়াত কবি শঙ্খ ঘোষ…..স্তব্ধ হলো শঙ্খনাদ (প্রথম পর্ব)
বিশ্বত্রাস করোনার ছোবলে… ১৪২৮ এর সূচনা জীবন নিলো কেড়ে
প্রয়াত কবি শঙ্খ ঘোষ…..স্তব্ধ হলো শঙ্খনাদ (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
এই পঞ্চপাণ্ডবের বাকি চার জন চলে গিয়েছিলেন আগেই।
চলে গেলেন কবি শঙ্খ ঘোষ।]
বিশ্বত্রাস করোনার ছোবলে নিহত,
স্তব্ধ হল শঙ্খনাদ; কবি পরাজিত।
১৪২৮ এর সূচনা কবি মহা-প্রয়াণ,
অন্তিম প্রহরে স্তব্ধ পাখিদের গান।
থেমে গেল কবিতার ছন্দ গতিপথ,
কালের চক্রান্তে আজি ভগ্ন মনোরথ।
মৃত কবি ? কেবা পারে বলিতে একথা?
কবিতা জীবন যার, না হয় অন্যথা।
নির্মম নিয়তি কেড়ে নিল কবি-প্রাণ,
কবিতার পাতা আজি শোকে ম্রিয়মান।
বাকরুদ্ধ হলো কালো অক্ষরের দল,
কবির প্রয়াণে আজি শোকেতে বিহ্বল।
ব্যথিত চঞ্চল হিয়া, যুদ্ধ যাক থেমে,
কবি পঞ্চপাণ্ডবেরা পুনঃ এসো নেমে।
কাব্যের ঝঙ্কার কভু রুদ্ধ নাহি হবে,
কবিতায় কবিগণ জানি বেঁচে রবে।