প্লাস্টিকের পাহাড়
330 total views
আমি একটা বৃদ্ধ আয়না মানুষের প্রতীক
সমাজ সংসারে ওরা বলে ধিক আমাকে শত ধিক…….
বৃদ্ধ শত আশরাফের সেবাতে রাজা হলো যারা
তাদের অবহেলায় আজ আমরা দিশেহারা,
লজ্জাহীনতায় থরথর কাঁপে নিখিল
নতুন আয়নাতে সব ছবি গতিশীল!
আকাশের দিকে তাকাই নেই নীল,
পারদ চটকেছে, নদী হব পার, খুঁটি শিথিল।
হে নতুন লজ্জা বিকিয়ে খুলছো উন্নতির দ্বার,
ধ্বংস অরণ্য, চারিদিকে প্লাস্টিকের পাহাড়??
সব ভালো তবু কালো চারিদিক
ওপরে ভগবান করে আনচান হাসে ফিকফিক।
Subscribe
Login
0 Comments