বড় ভাল হয়
বড় ভাল হয়,
দেখে যা বার, বার।
হলুদে ডুবিয়ে গা,
ফুলেরা ডাকে আবার,
প্রজাপতি, ভালোবেসে,
ডানা মেলে, উড়ে আয়।
রঙ তবে মনে পড়ে,
এ জীবনে, আর একবার।
Subscribe
Login
0 Comments
Oldest