বর্ষার আলিঙ্গনে
মেঘলা
দিনের পবনে
ভাবো যদি আনমনে
নেমে এসো দেবদারুর বনে,
বৃষ্টির ধারায় শীতল হবো দুজনে;
বাদল দিনের মাতাল করা মধুর আলিঙ্গনে।
লুকোচুরি
খেলবো দুজন
মাতাবো দেবদারুর বন
ভরিয়ে নিবো শূন্যতারই মন,
ধেয়ে আসুক যতোই মাতাল পবন;
আমরা করবো অনন্ত প্রেমের বীজ বপন।
সুখেরই
ভেজা বর্ষায়
অন্তর যদি চায়
নেমে এসো বৃষ্টির ধারায়,
শত রূপে শতবার দেখবো তোমায়;
সঞ্চিত প্রেম বিলিয়ে দিবো হৃদয়ের আঙিনায়।
বৃষ্টির
নৃত্যের তালে
অধর ছোঁয়াবো গালে
অনুভূতির তপ্ত নেশায় হারালে,
জড়াবো তোমায় উষ্ণ প্রেমের ইন্দ্রজালে;
আলিঙ্গনে হারাবো দুজন স্বর্গ সুখের অন্তরালে।
Subscribe
Login
0 Comments
Oldest