বসন্তে তাদের ব্রেকাপ হয়েছিল
বসন্তে তাদের ব্রেকাপ হয়েছিল
– জয়ন্ত কুমার দুবে
কোন এক বসন্তে আমরা শান্তিনিকেতনে ছিলাম। সোম, তোমার হয়তো মনে আছে তুমি সেদিন এক পাগল প্রেমিক। আমরা শুনশান পথে কতবার হেঁটেছি একা একাই, চাইলে তুমি সেদিন সুযোগের ফায়দা নিতে পারতে, তুমি নাওনি।
কিন্তু শুধুমাত্র একটু মোহের কারনে আজও তোমার অনুভূতির কাছে আমি হেরে যাই বারবার।
বহু বছর পেরিয়ে গেছে, আমি এখনো রঙ মাখি নি। রঙে এখন ভয় হয়। কত রঙের মানুষ এসেছে গেছে, কিন্তু তোমার ওই নিষ্পাপ শিশু সময় চাহনি, আমি ভুলতে পারিনি সোম।
এখন চোখের সামনে কত শত রং দেখি ,তবুও অন্ধকার ভালো লাগে।
শুনশান নিস্তব্ধতায়, ভেসে যেতে চায় মন।
আমি তোমাকে খুঁজছি, সোম.. ।
সোম, তুমি কি আমায় শুনতে পাচ্ছ?..
সাড়া দাও সোম … সাড়া দাও।