বহুদিনের ব্যাকুল আমার প্রাণ

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

একবার
ডেকে দেখো
তোমার অবরুদ্ধ আঙিনায়
বহুদিনের ব্যাকুল আমার প্রাণ,
খরায় ফেটে চৌচির মৃত্তিকার মতো;
কতোটা তৃষ্ণার্ত হয়ে আছে অন্দরে আমার।

যদি
তুমি ডাকো
উন্মত্ত ঢেউয়ের নদী
আমি পাড়ি দেবো অনায়াসে,
দুরন্ত চিলের মতো ছুটে আসবো;
পথের বাঁধা ছুঁতেও পাড়বে না আমায়।

তুমি
একবার ডাকলে
দুঃখের জমাট পাথর
ঝরনার জলে ভাসিয়ে দেবো,
নিঝুম রূপালি আলোর কোজাগরী রাতে;
তোমায় নিয়ে সাগরের তীরে গড়বো বসতি।

একবার
শুধু একবার
ডেকে দেখো আমাকে
তোমার অনুরক্ত স্বপ্নিল বন্দরে,
আমি সাম্পান সাজিয়ে বসে আছি;
ঝড়েরও অধিক বেগে ছুটবো তোমারই সীমানায়।

0

Publication author

1
জন্ম ২০শে আগস্ট ১৯৭৪ সালে বাংলাদেশের ঢাকা জেলার রাজারবাগে। লেখালেখির জীবন শুরু ছোটবেলা থেকেই। এখন তিনি সিঁড়ি, ছন্দাক্ষর ও ছন্দামৃত ৩টি স্বতন্ত্র পদ্ধতিতে কাব্য লিখছেন এবং পাঠক সমাদৃতও হয়েছেন। ২০১৩ ও ২০১৫ সালে তাঁর ২টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।
Comments: 33Publics: 108Registration: 29-12-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।