বাঁকুড়ার ছেলে আমি আশরাফ আলী নাম
বল ভাল বাসি বাঁকুড়া মা আমার
বল ভাল বাসি বাঁকুড়া মা তোমার
হুঁ হুঁ হুঁ হুঁ
বাঁকুড়ার ছেলে আমি আশরাফ আলী নাম
সংগীত গুরু গণে করি গো প্রণাম
রাঙা মাটির বক্ষ হতে রাঙা ছেলের জন্ম
মানবতার গায় গাঁথা ইহাই আমার ধম্ম
পাত্রসায়েরের এক গ্রামে বাড়ী যে আমার
বাকী কারো আছে নাকি একথা জানার
শুশুনিয়া আর আছে বিহারীনাথ পাহাড়,
রাসমঞ্চ মন্দির, ঝিলিমিলি, একতেশ্বর
শহরের বাবুদেরে জানাই আমন্ত্রণ
এমন তর মাটির গন্ধ কোথাও না পাবেন
সূতান বনের বাতাস আর কালাচাঁদ
বক্ষ হবে চাঙা আর ঘুচবে অবসাদ
বল ভাল বাসি বাঁকুড়া মা আমার
বল ভাল বাসি বাঁকুড়া মা তোমার
হুঁ হুঁ হুঁ হুঁ
বাঁকুড়ার ছেলে আমি আশরাফ আলী নাম
সংগীত গুরু গণে করি গো প্রণাম
রাঙা মাটির বক্ষ হতে রাঙা ছেলের জন্ম
মানবতার গায় গাঁথা ইহাই আমার ধম্ম
পাত্রসায়েরের এক গ্রামে বাড়ী যে আমার
বাকী কারো আছে নাকি একথা জানার
শুশুনিয়া আর আছে বিহারীনাথ পাহাড়,
রাসমঞ্চ মন্দির, ঝিলিমিলি, একতেশ্বর
লাল মাটির দেশ আমার লাল মাটির দেশ
মা সারদার জন্মস্থান মনের ও আবেশ
নিন্দুকেরা বলে নাকি আমরা অর্বাচীন
কিন্তু শুশুনিয়া শিলালিপি বঙ্গে প্রাচীন
বল ভাল বাসি বাঁকুড়া মা আমার
বল ভাল বাসি বাঁকুড়া মা তোমার
হুঁ হুঁ হুঁ হুঁ
বাঁকুড়ার ছেলে আমি আশরাফ আলী নাম
সংগীত গুরু গণে করি গো প্রণাম
রাঙা মাটির বক্ষ হতে রাঙা ছেলের জন্ম
মানবতার গায় গাঁথা ইহাই আমার ধম্ম
পাত্রসায়েরের এক গ্রামে বাড়ী যে আমার
বাকী কারো আছে নাকি একথা জানার
শুশুনিয়া আর আছে বিহারীনাথ পাহাড়,
রাসমঞ্চ মন্দির, ঝিলিমিলি, একতেশ্বর
বাঁকুড়ার ঐ গুনগান শেষ করা যে যায় না
এমনতর দেশের মাটি আর যে কোথাও হয় না
বল ভাল বাসি বাঁকুড়া মা আমার
বল ভাল বাসি বাঁকুড়া মা তোমার