বাংলার শোভা
কবিতা : বাংলার শোভা
কলমে: নূর মোহাম্মদ
কী সুন্দর বাংলাদেশ !
রূপ শোভার নেইকো শেষ ।
তাই সারাক্ষণ
ভরে দেয় মন
কী যে ভাল লাগে আহা বেশ বেশ !
রূপ শোভায় এই সেই প্রিয় বাংলাদেশ ।
সবুজ রংয়ের বাহারী ঢেউ
সারাদিন মাঠে আঁকে যেন কেউ ।
রোদের ঝিলিমিলি
গ্রামের নিরিবিলি
মনোমুগ্ধকর পরিবেশ !
নিয়েই আমাদের এই বাংলাদেশ ।
গাছে গাছে ফুল ফোটে আর হাসে ,
ঘ্রাণের যাদু ছুঁয়ে যায় বাতাসে ।
নদীর কল্লোলে
আনন্দ হিল্লোলে
পাখির কন্ঠে জাগে সুরের আবেশ !
আমাদের প্রিয় সেই বাংলাদেশ ।
রঙ্গিন মেঘের পাখনা মেলে
বৃষ্টিপরী উড়ে যায় বিকেলে ।
রিমঝিম ধারাতে
চায় সে হারাতে
হারাতে পারে না শুধু মেঘ কালো কেশ !
বদলায় রূপ তবু হয় না যে শেষ ।
এদেশ মমতায়
সবুজের ঘোমটায়
ষোড়শী হয়ে ধরে রূপসীর বেশ !
আমাদের প্রিয় সেই বাংলাদেশ ।